আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে ৩৬.৫ টন জিরা
ঈদুল আজহা সামনে রেখে ভারত থেকে স্থলপথে আবারও শুরু হয়েছে আমদানি কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এপ্রিল মাসে চার দফায় মোট ৩৬.৫ টন জিরা আমদানি হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ১২.৫ টন জিরা নিয়ে একটি ট্রাক আখাউড়া বন্দর পার করে ঢাকার দিকে রওনা দেয়।
কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ‘সারা এগ্রো এনিম্যাল’ নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চালানটি আমদানি করেছে। এ মাসে এর আগেও তিনটি প্রতিষ্ঠান ভারত থেকে জিরা আমদানি করেছে।
প্রতি কেজি জিরার আমদানি মূল্য ৩.৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২৭ টাকা। এই আমদানির সিঅ্যান্ডএফ দায়িত্বে ছিলেন আখাউড়ার মেসার্স আদনান এন্টারপ্রাইজের মালিক আক্তার হোসেন।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মাহমুদুল হাসান বলেন, ‘দীর্ঘদিন বন্দরের আমদানি কার্যক্রম স্থবির ছিল, কিন্তু ঈদ উপলক্ষে এবার চারটি চালান দিয়ে সাড়ে ৩৬ টন জিরা আমদানি হয়েছে, যার মাধ্যমে আবারও বাণিজ্যিক গতি শুরু হলো।’
বন্দর সূত্রে আরও জানানো হয়েছে, ঈদ বাজারের আগাম চাহিদা পূরণ করতে এসব মসলা আমদানি করা হয়েছে। তবে সীমান্ত বাণিজ্যকে নিয়মিত রাখতে আরও পণ্যের আমদানি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta