নির্বাচনে বিজয়ী হওয়ার পর ট্রাম্পকে কঠোর সমালোচনা করলেন কানাডার প্রধানমন্ত্রী
নির্বাচনে জয়ী হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, “আমাদের দেশ কখনওই যুক্তরাষ্ট্রের সামনে নত হতে বাধ্য হবে না।”
মঙ্গলবার রাতের দিকে লিবারেল পার্টির এই নেতা বলেন, “আমি বেশ কয়েক মাস ধরে সতর্ক করে আসছিলাম— যুক্তরাষ্ট্র আমাদের ভূমি, সম্পদ, পানি, এবং দেশ নিজের দিকে টানতে চায়। এগুলো শুধুমাত্র কথার কথা নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বিভক্ত করার চেষ্টা করছেন, যাতে যুক্তরাষ্ট্র আমাদের অধিকার করতে পারে। কিন্তু এটি কখনোই সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা সহ্য করে উঠেছি। তবে আমাদের কখনও ভুলে যেতে হবে না যে, আমরা এই শিক্ষা থেকে কী শিখেছি। আমাদের নিজেদের দিকে মনোযোগ দিতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে।”
কানাডাকে নিজের বাড়ি মনে করা মানুষের সকলের জন্য নেতা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী কার্নি।
কানাডার ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে পরিণত করার ইচ্ছা প্রকাশের পর থেকেই দুই প্রতিবেশী দেশের সম্পর্কের মধ্যে চিঁড় ধরতে শুরু করে।
কানাডার সাধারণ নাগরিকদের মধ্যে ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা দেশপ্রেমের উন্মেষ ঘটায়। এর ফলে ভোটের পূর্ব মুহূর্তে কানাডার রাজনৈতিক পরিবেশ একেবারে পাল্টে যায়। ট্রাম্পের মন্তব্য এবং কর্মকাণ্ড নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
ট্রাম্পের বক্তব্যের পর কার্নি তার নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে প্রতিশ্রুতি দেন। এর ফলে লিবারেল পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী কার্নির প্রতি জনসমর্থন বৃদ্ধি পায়, যা ভোটের দিন স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
কানাডার জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হয় ট্রাম্পের কঠোর সমালোচক মার্ক কার্নির লিবারেল পার্টি। তবে দলটি এককভাবে সরকার গঠন করতে পারবে না এবং জোট সরকার গঠন করতে হবে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কানাডার ৩৪৩ আসনের হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭২ আসনে জয়ী হতে হয়। এর মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৬৮ আসন, কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৪ আসন, ব্লক কুইবেকোইস পেয়েছে ২৩টি আসন, এনডিপি পেয়েছে ৭টি আসন এবং গ্রিন পার্টি পেয়েছে একটি আসন। সূত্র: সিএনএন, বিবিসি
প্রকাশিত: | By Symul Kabir Pranta