জামায়াত আমীর ২০১৮ সালে ধানের শীষের প্রার্থী ছিলেন, বিএনপির প্রতিক্রিয়া
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মন্তব্যের পর জামায়াতের বিবৃতির জবাব দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
রোববার (২৯ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে জামায়াতের সাথে আলোচনা করে ২২টি আসন নিয়ে নির্বাচনী জোটে অংশ নেয় এবং সেসময়ে ডা. শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী ছিলেন।
তাহলে, বিএনপির প্রশ্ন, জামায়াত কোন দলের সঙ্গে জোট করেছিল? আর আমীরের মোনাফেকির অভিযোগের কী মানে?
এদিকে, রিজভীর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামী। তারা জানায়, বিএনপির নেতা রুহুল কবীর রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রুহুল কবীর রিজভী তার বক্তব্যে বলেন, "শেখ হাসিনার আমলে আমরা হেলমেট লীগ, চাপাতি লীগ এবং বন্দুক লীগ দেখেছি। জনগণ জানে, খুর লীগ ও পায়ের রগকাটা পার্টি কারা।" তিনি আরও বলেন, "১৯৭১ সালে বিএনপি স্বাধীনতা ঘোষণা করে, এই গৌরব বিএনপির। ৯০ সালের গৌরবও বিএনপির।"
রিজভী বলেন, "আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফেকি করা? ইসলাম মানে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির ঐতিহ্য হচ্ছে তারা তার অঙ্গীকারের প্রতি আনুগত্য রেখে সামনে চলে।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta