বগুড়ায় কলেজছাত্রের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে
ধুনট উপজেলার বড়বিলা গ্রামে বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করার সময় নাফিস শেখ (১৮) নামের এক কলেজছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার সন্ধ্যায় গোসাইবাড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নাফিস ওই গ্রামের মামুন শেখের ছেলে এবং গোসাইবাড়ি ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়তেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নাফিস গোসলখানায় গিয়ে দেখে মোটরের সুইচ নষ্ট। সেটি মেরামত করে চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মারাত্মকভাবে আহত হন। তাঁর মা ঘটনাটি দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোসাইবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য সোলায়মান আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নাফিসের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta