পরিবহনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উত্থিত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা
রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার কারণে যানজট, দুর্ঘটনা ও বিশৃঙ্খলা বেড়েই চলেছে। শহরের ছোট থেকে বড় সড়ক পর্যন্ত এই যানবাহনের অসংযত চলাচল সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। যেভাবে-সেভাবে তারা রাস্তায় নেমে পড়ছে, তার ফলে মোটরসাইকেল, প্রাইভেটকার ও বাসের সঙ্গে বারবার সংঘর্ষ ঘটছে।
ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, উত্তরা, গুলিস্তান, গাবতলী, আজিমপুরসহ বিভিন্ন এলাকায় এই রিকশার বেপরোয়া চালচলনের সমস্যা দেখা যায়। তারা সিগনাল বা ট্রাফিক নিয়ম ভাঙে, মাঝে মাঝে উল্টো পথে চলে যায়, এমনকি রাস্তার বিভাজক পার হয়ে যাত্রী নিয়ে চলাচল করছে।
ফলশ্রুতিতে প্রায়ই এসব রিকশার সঙ্গে অন্যান্য যানবাহনের সংঘর্ষ ঘটছে। ছোটখাটো দুর্ঘটনা থেকে গুরুতর আঘাতের ঘটনা ঘটে, চালক ও যাত্রী উভয়ই আহত হচ্ছেন। অনেক সময় এই দুর্ঘটনার কারণে রাস্তায় উত্তেজনা সৃষ্টি হয়, বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।
প্রাইভেট গাড়িচালকরা জানান, ব্যাটারিচালিত রিকশাগুলো এমনভাবে চলে যে কখন কোথা থেকে এগুলো সামনে আসবে বোঝা যায় না। যদিও মূল সড়কে চলাচলের অনুমতি নেই, তারা নির্বিঘ্নে চলাফেরা করছে। ট্রাফিক পুলিশ থাকলেও অনেক সময় তারা নজর না দিয়ে চলে। পুলিশের কাছ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় চালকদের মধ্যে ‘অপরাজেয় দাপট’ তৈরি হচ্ছে।
এই যানগুলো কোনো নির্দিষ্ট আইনি নিয়মের আওতায় নেই, যা এখন সবার জন্য স্পষ্ট। সিটি করপোরেশন শুধুমাত্র পা-চালিত রিকশাকে নিয়ন্ত্রণ করে, আর বিআরটিএর নীতিমালায় ব্যাটারিচালিত রিকশার কোনো উল্লেখ নেই। ফলে কোন প্রতিষ্ঠান এগুলো নিয়ন্ত্রণ করবে তা অস্পষ্ট। এই অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে প্রতিদিন হাজার হাজার ব্যাটারিচালিত রিকশা রাস্তায় নামছে, যা পরিবেশ দূষণ ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুধু যানবাহনের গুণগত সমস্যা নয়, চালকদের আচরণও অনেক সময় প্রশ্নবিদ্ধ। দুর্ঘটনার পরে তারা যাত্রীদের ওপর চড়াও হয়, এবং যখন প্রাইভেট গাড়ির চালকরা কিছু বলেন, তখন গালিগালাজ ও মারধর করে থাকে। অধিকাংশ চালকই কিশোর বয়সী, ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়া রাস্তায় নামছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, হাইকোর্ট অনেকবার ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও আন্তরিকতার অভাবের কারণে প্রতিবার সিদ্ধান্ত অবলম্বনে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এই যানগুলো ক্রমেই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা থাকলে অটোরিকশাগুলো প্রয়োজনীয় বাহন হতে পারে। কিন্তু বর্তমানে যেভাবে তারা নিয়ম ভঙ্গ করে চলাচল করছে, তা শুধু দুর্ঘটনা ঘটাচ্ছে না, পুরো পরিবহন ব্যবস্থাকেই ব্যাহত করছে। দ্রুত নিবন্ধন, প্রশিক্ষণ, নির্ধারিত রুট ও চলাচলের নিয়ম প্রয়োগ করা না হলে সড়কের সমস্যা আরও জটিল হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta