২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ২৭ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ জন। আগের দিন এই ভাইরাসে আক্রান্ত হন ১৩ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ।
নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হওয়ার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনে। এদিকে, আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় এবং ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta