গাজীপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের প্রাণহানি
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু ঘটে। রোববার (৬ জুলাই) সকাল ১১টার দিকে কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের শাহাদাতপুর উপজেলার তালতলা গ্রামের শামিম মিয়ার ছেলে আবদুল মোমিন (১৩) এবং রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর গ্রামের আক্কাসের ছেলে জুনায়েদ (১২)। তারা কোনাবাড়ীর বাগানবাড়ি এলাকায় পরিবারসহ বসবাস করত এবং স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করছিল।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন জানালেন, গোসলের সময় তারা পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta