বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, একদিনে ভর্তি ৬৬, বামনায় শিশু মৃত্যুর ঘটনা
বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩,৩৫৭ জনে পৌঁছেছে।
শনিবার (৫ আগস্ট) বামনা উপজেলায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে ১১ বছর বয়সী রাইছা নামের একটি শিশু মারা যায়। রাইছা বামনা সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান মল্লিকের কন্যা। শিশুটি বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেছে, জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, বরগুনা জেলায় এই বছরের ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন বরগুনা জেনারেল হাসপাতালে এবং বাকিরা বরিশালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, রাইছাকে কয়েকদিন আগে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা. এনামুল হক তুহিনের কাছে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরীক্ষা করা হলে ডেঙ্গু নেগেটিভ আসলেও প্লাটিলেটের পরিমাণ কম ছিল। পরবর্তীতে তাকে বরিশালে চিকিৎসক তালুকদার মজিদের কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে এনএসওয়ান নেগেটিভ আসলেও প্লাটিলেটের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম ছিল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর শনিবার দুপুরে রাইছা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে।
ডা. মনিরুজ্জামান আরও জানান, শিশুটির মৃত্যু ডেঙ্গুর লক্ষণ নিয়েই হয়েছিল, তবে পরীক্ষা করে ডেঙ্গু পাওয়া যায়নি। বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর এবং চিকিৎসা সেবার প্রস্তুতি শক্তিশালী করার কথা জানিয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta