এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে কিছু নিশ্চিত নয়: আসিফ
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়ার পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
তিনি বলেছেন, ‘অনেক কিছুই শোনা যায়, তবে আমার পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা ধরে নেওয়ার কারণ নেই যে আমি কোনো নতুন রাজনৈতিক দলে যোগ দেবো।’
আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মাঝে একটি আশা তৈরি হয়েছে যে, আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদী কাজ করবো। তবে কোন রাজনৈতিক দলে যোগ দেবো, সেটা এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। কখন যোগ দেবো, তাও নিশ্চিত নয়। তবে নতুন রাজনৈতিক দল (এনসিপি) যোগ দেবো এমন ধারণা নেওয়ার কারণ নেই।’
তিনি আরও বলেন, ‘নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে। যেহেতু আমি তরুণ প্রজন্মের একজন এবং আমাদের বয়সীরা দলটি প্রতিষ্ঠা করেছেন, সেখানে কিছু আগ্রহ তো রয়েছেই। তবে আমি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নেবো, তখন আমার জন্য সবচেয়ে ভালো অপশনটি নির্বাচন করবো। সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তবে এটা কোনোভাবেই নতুন রাজনৈতিক দল হতে হবে এমন নয়।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta