জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার অনুষ্ঠিত হবে
আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
রোববার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা এবং এর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে যদি কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়, তবে তা জানাতে টেলিফোন নম্বর- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের কাছে যোগাযোগ করতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta