কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী ইঞ্জিনিয়ার হাসমত আলী (৪৮) কর্ণফুলী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চরপাথরঘাটা ইউপির এস আলম সুগার মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
আটক হাসমত আলী কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৬নং ওয়ার্ডের ইছাক মেম্বারের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে কাজ করছিলেন এবং ৫ আগস্টের পর ভেঙে পড়া আওয়ামী লীগকে পুনর্গঠন করার প্রচেষ্টা চালাচ্ছিলেন।
ওসি মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসমত আলী নামের একজন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta