দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া
যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তবে চলতি মাসের (এপ্রিল) শেষের দিকে লন্ডন থেকে দেশে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে দেশে ফিরবেন তার ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও।
সূত্র জানায়, বর্তমানে খালেদা জিয়া যুক্তরাজ্যে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন এবং তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তাকে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবার (৩০ এপ্রিল) তার দেশে ফেরার কথা রয়েছে। শাশুড়ির সঙ্গে দেশে ফিরবেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও।
ঢাকায় অবস্থিত একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নয়। তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসকরা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরার পরামর্শ দিয়েছেন।
সূত্র জানায়, বিএনপির মহাসচিবের চিঠির পর সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়াকে দেশে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে। সব কিছু ঠিক থাকলে, খালেদা জিয়া আগামী বুধবার (৩০ এপ্রিল) দেশে ফিরবেন।
২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে খালেদা জিয়া পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কোভিড-১৯ মহামারির সময় তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দেওয়া হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা বাতিল করে আদালত।
৮ জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়। ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে আসা হয়। প্রায় সাড়ে পাঁচ বছর পর এবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন। কারাবন্দি অবস্থায় তিনি চারটি ঈদ কাটিয়েছেন।
বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফর করেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta