তারেক রহমান লামিয়ার শোকাহত পরিবারের পাশে
চব্বিশের ছাত্র-জনতার গণজাগরণে পুলিশের গুলিতে নিহত শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আক্তারের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ পাঙ্গাসিয়া ইউনিয়নের নলদোয়ানী গ্রামে পৌঁছে। সেখানে তারা লামিয়া আক্তারের পরিবারের কাছে তারেক রহমানের সহানুভূতির বার্তা পৌঁছে দেন।
একইসঙ্গে শহীদ জসিম উদ্দিনের পিতা সোবহান হাওলাদারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রতিনিধি দলে তারেক রহমানের পক্ষ থেকে আরও ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
রবিবার রাত পৌনে ৮টায় স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত লামিয়া আক্তারের জানাজায় অ্যাডভোকেট রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি অংশগ্রহণ করে। জানাজায় পটুয়াখালী জেলা ও দুমকি উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানাজা শেষে প্রতিনিধি দলটি শহীদ জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন, যিনি চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান।
উল্লেখ্য, গত শনিবার রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকের ৬নং রোডের একটি ভাড়া বাসা থেকে লামিয়া আক্তারকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ১৮ মার্চ সন্ধ্যায় নলদোয়ানী এলাকায় একদল দুর্বৃত্ত লামিয়াকে ধর্ষণ করে এবং তার অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta