বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনুয়াপাড়া গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন।
রোববার বিকাল ৪টার দিকে কাস্তর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের (এসএসসি) পরীক্ষার্থী মো. হারুন আলী পদার্থ বিজ্ঞান পরীক্ষা শেষ করে বাসায় ফিরে ফ্যানের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যুবরণ করেন।
তিনি মো. সাখাওয়াত হোসেনের দ্বিতীয় ছেলে ছিলেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সে বিদ্যুৎস্পর্শে মারা গেছে, পরিবারের কোনো অভিযোগ নেই।"
প্রকাশিত: | By Symul Kabir Pranta