ভারত-পাকিস্তান চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা রাখতে পারে
বাংলাদেশ কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা শান্তিপূর্ণভাবে সমাধান হওয়ার পক্ষে। যদি দুই দেশ চায়, বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত, তবে আগ্রহী না হলে আগবাড়িয়ে কিছু করতে চায় না ঢাকা।
রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, আমাদের অবস্থান খুবই স্পষ্ট, দক্ষিণ এশিয়ায় শান্তি স্থাপন আমাদের লক্ষ্য। আমরা জানি, ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে সংঘাত চলছে। তবে আমরা চাই না যে এর ফলে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হোক, যা এ অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমাদের ভারতের এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আমরা চাইবো তারা আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করে। আমরা ইতোমধ্যে দেখেছি, কয়েকটি দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। যেভাবে হোক, আলোচনার মাধ্যমে বা মধ্যস্থতার দ্বারা, আমরা চাই উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখা হোক।
ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ইরান ও সৌদি আরব ইতোমধ্যে এই সমস্যার সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশও যদি মধ্যস্থতা করতে পারে কিনা– এ প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, আমার মতে, এখন আমাদের মধ্যস্থতার মতো ভূমিকা নেওয়া উচিত হবে না। আমরা চাই, তারা নিজেদের সমস্যা নিজেদের মধ্যে সমাধান করুক। যদি তারা আমাদের সহযোগিতা চায়, তবে আমরা সাহায্য করতে প্রস্তুত। তবে আগে আমরা কোনো পদক্ষেপ নিতে চাই না।
ভারত-পাকিস্তানের উত্তেজনা বাংলাদেশে প্রভাব ফেলবে কি না– এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আধুনিক যুগে সবকিছু একে অপরকে কিছু না কিছু প্রভাবিত করে। তবে আমি বলতে পারি না যে তাদের সংঘাত সরাসরি আমাদের প্রভাবিত করবে, কারণ আমরা কোনো পক্ষ নিইনি। তবে যদি তাদের সম্পর্কের কারণে ব্যবসা-বাণিজ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়, সেটা আমাদের প্রভাবিত করবে।
‘তবে যদি আমাদের কোনো স্বার্থ থাকে, যেমন আমদানি, তাহলে আমরা তা চালিয়ে যাব’, যোগ করেন তৌহিদ হোসেন।
বাংলাদেশ-ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার বিষয়ে উপদেষ্টা জানান, এটি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত, এবং যারা সরাসরি এই বিষয়ে কাজ করেন, তারা এর সম্পর্কে জানবেন। বর্তমানে এরকম কোনো তথ্য তার কাছে নেই।
প্রকাশিত: | By Symul Kabir Pranta