পার্থের বিজেপির সঙ্গে বিএনপির আলোচনা
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) প্রতিনিধিরা বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক করছে। রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই আলোচনা লিয়াজোঁ কমিটির নিয়মিত বৈঠকের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে বিজেপির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। প্রতিনিধিদলে আরও উপস্থিত আছেন দলের মহাসচিব মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, ওয়াশিকুর রহমান, সালাউদ্দিন মতিন প্রকাশ, সোহেল আসিফ, এবিএম আজিজুল হক, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান এবং ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।
বৈঠকে দুই দলের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপন্থা এবং ঐক্য গঠনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta