এনসিটিবি থেকে ফ্যাসিস্ট দোসরদের অপসারণের আহ্বান ছাত্রদলের
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক বিবৃতিতে জানিয়েছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ এবং আন্তর্জাতিক সমাজ গভীরভাবে গ্রহণ করলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সেটি যথাযথভাবে মূল্যায়ন করছে না।
রবিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান বিষয়ে বস্তুনিষ্ঠ পাঠ্যক্রম তৈরি করতে এনসিটিবির অসহযোগিতা পরিলক্ষিত হয়েছে। পাঠ্যক্রমে শহিদদের আত্মত্যাগের প্রসঙ্গ উল্লেখ করতে তাদের অনীহা স্পষ্ট।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (পাঠ্যপুস্তক) ড. রিয়াদ চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার সহায়ক, দীপু মনি ও নওফেলের ঘনিষ্ঠ হওয়ার কারণে এনসিটিবিতে এখনো ফ্যাসিবাদী শক্তি সক্রিয়। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দুই কর্মকর্তাকে অবিলম্বে এনসিটিবি থেকে অপসারণের দাবি জানাচ্ছি।
বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, এনসিটিবিকে পরবর্তী প্রজন্মকে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করার দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এনসিটিবির উচ্চপদস্থ কর্মকর্তারা এখনো ফ্যাসিবাদী মনোভাব ধারণ করে আছেন। এনসিটিবি থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে না।
প্রকাশিত: | By Symul Kabir Pranta