বাংলাদেশে পানিপ্রবাহ বন্ধ করার আহ্বান জানালেন বিজেপি নেতা
পেহেলাগামে হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে, এবং এর মধ্যে ভারত সিন্ধু চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এবার বাংলাদেশে পানিপ্রবাহ বন্ধ করার দাবি জানিয়েছেন বিজেপির এক সাংসদ। এ খবরটি রোববার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে।
ভারতীয় জনতা পার্টির সাংসদ নিশিকান্ত দুবে বাংলাদেশের সরকারের সঙ্গে লস্কর-ই-তৈয়বার সম্পর্কের বিষয়ে মন্তব্য করেছেন। তিনি ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কংগ্রেসের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে তীব্র সমালোচনা করে এই বিজেপি নেতা বলেন, 'পাকিস্তান ভারতকে পানি সরবরাহ বন্ধ করতে প্ররোচিত করেছিল, এবং এখন বাংলাদেশকে একই ধরনের পদক্ষেপ নিতে বলা হচ্ছে।'
তিনি বলেন, 'সন্ত্রাসবাদে লিপ্ত দেশের সঙ্গে পানি ভাগাভাগি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা উচিত। আমরা আর কতদিন সাপকে পানি দেব? এখন সময় এসেছে তাদের পিষে ফেলতে।'
পেহেলাগামে হামলার পর ভারত-পাকিস্তান উভয়ের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপের মাধ্যমে উত্তেজনা বেড়েছে। হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগে ভারত ১৯৬০ সালের সিন্ধু চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বাতিল করেছে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তবে, এই ঘটনা থেকে বিজেপি নেতারা নতুন করে বাংলাদেশের বিষয়টি সামনে নিয়ে আসছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta