এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হোক, কমিশনের মতামতের সঙ্গে একমত জামায়াত।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণা করেছে যে, এক ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বহুত্ববাদ পুরোপুরি বাদ দেওয়া প্রয়োজন। শনিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এসব কথা জানান।
তিনি বলেন, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার প্রস্তাব করেছি। ১০ জনের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে এবং সোয়া ৫টা পর্যন্ত আলোচনা হয়েছে। আলোচনা অসমাপ্ত, আবার বসার পরিকল্পনা রয়েছে।
ডা. আব্দুল্লাহ মো. তাহের আরও বলেন, আমরা তাড়াহুড়া করছি না, আমরা উল্লেখযোগ্য সংস্কারের লক্ষ্য অর্জন করতে চাই। কমিশনের লক্ষ্যও জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সংস্কারে পৌঁছানো। আজ কিছু বিষয়ে একমত হয়েছে, কিছু বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে, আর কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। ভবিষ্যতে আবার আলোচনা হবে। একমত হয়েছি যে, একজন ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না।
তিনি বলেন, আর্টিকেল ৭০ সংশোধনসহ কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। সংবিধান পরিবর্তন, অর্থবিল বা বাজেট অনুমোদন এবং আস্থা ভোট ছাড়া, অন্য যেকোনো বিষয়ে একজন সংসদ সদস্য দলের বিপরীত অবস্থান নিতে পারবেন।
তিনি আরও বলেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নিয়ে নীতিগতভাবে একমত হয়েছি, তবে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে কমিটিতে না রাখার প্রস্তাব দিয়েছি।
ডা. আব্দুল্লাহ মো. তাহের জানান, আনুপাতিক হার (পিআর) সিস্টেমে নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যবস্থা হলে নির্বাচনকে ঘিরে দুর্নীতি, জবরদখল, ভোটবিহীন নির্বাচন এবং টাকার খেলা বন্ধ হবে। বিশ্বের ৬০টিরও বেশি দেশে এই পদ্ধতি চালু রয়েছে। দ্ব chambers বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবও তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, আজ মূলত সংবিধান সংশোধন বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে সংবিধান সংশোধন হবে, তা পরবর্তীতে আলোচনা হবে। নারী আসন নিয়ে চূড়ান্ত আলোচনা এখনো হয়নি, কিছু আলোচনা হয়েছে। এছাড়া বহুত্ববাদ পুরোপুরি বাদ দেওয়ার প্রস্তাবও করেছি। আমি আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্যও প্রস্তাব দিয়েছি।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta