সাভারে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ রিমার্ক-হারল্যানের প্রশংসা করেছেন। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ‘অরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ এর ট্রফি উন্মোচন করেন।
রবিবার ২৮ এপ্রিল রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি রিমার্ক-হারল্যানের ক্রিকেটে সদ্য উদ্দীপক অংশগ্রহণ এবং ক্রিকেটের উন্নয়নে তাদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
ফারুক আহমেদ বলেন, আমরা প্রত্যাশা করি রিমার্ক-হারল্যান ভবিষ্যতে ক্রিকেটে আরও বড় ভূমিকা রাখবে।
বিসিবি সভাপতি আরও বলেন, আমি প্রতিনিয়ত শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতির দায়িত্বে কিছু ভুল হতে পারে, তবে আমরা একসাথে কাজ করলে নিশ্চয়ই চমৎকার কিছু উপহার দিতে পারবো।
বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী এই আয়োজনে সংবাদ মাধ্যমের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ আতিথেয়তা খাতের ঐক্য এবং উদ্দীপনার সঠিক প্রতিফলন।
অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, রিমার্ক-হারল্যান সব সময় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে সচেষ্ট। তারই অংশ হিসেবে, রিমার্কের ডিটারজেন্ট ব্র্যান্ড অরিক্স টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় হোটেল ও রিসোর্টের সমন্বয়ে এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।
অরিক্স-বিহা চ্যাম্পিয়নস লিগ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন, আমাদের খেলোয়াড়সুলভ মনোভাব এবং দলগত দায়িত্ববোধের শিক্ষা শানিত করার জন্য এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ হবে। আয়োজকদের প্রতি ধন্যবাদ জানাই এমন একটি উদ্যোগের জন্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা মাসুমা নাবিলা, চমক, দীঘি এবং সৌমি।
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান রিমার্ক এইচবি-এর ডিটারজেন্ট ব্র্যান্ড অরিক্স, বিহা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। টুর্নামেন্টে পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে থাকছে রিমার্ক-হারল্যানের বিউটি ব্র্যান্ড লিলি এবং কো-স্পনসর হিসেবে সানবিট, একনল, টাইলক্স ও হারল্যান।
এই টুর্নামেন্ট আগামী ৮ মে ২০২৫ থেকে গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে শুরু হবে এবং চলবে ১৪ দিন। ফাইনাল ম্যাচ ২৬ মে একই মাঠে অনুষ্ঠিত হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta