কানাডায় উৎসব চলাকালীন গাড়িচাপায় ৯ জন নিহত
কানাডার ভ্যানকুভারে ফিলিপিনো সম্প্রদায়ের এক স্ট্রিট উৎসবে গাড়িচাপায় নয়জন প্রাণ হারিয়েছে এবং আরও অনেকেই আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে উৎসবের জনসমুদ্রের মধ্যে একটি কালো রঙের এসইউভি গাড়ি ঢুকে পড়লে এই প্রাণঘাতী ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছে দুর্ঘটনাটি ঘটে। তখন ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’ অনুষ্ঠান প্রায় শেষ হওয়ার পথে ছিল, যেখানে দিনব্যাপী প্রায় এক লাখ মানুষ উপস্থিত ছিলেন।
ভ্যানকুভারের অন্তর্বর্তী পুলিশ প্রধান স্টিভ রাই জানান, এই ঘটনায় ৩০ বছর বয়সী এক ভ্যানকুভার বাসিন্দাকে আটক করা হয়েছে।
ঘটনার পর ভ্যানকুভার কোস্টাল হেলথ কর্তৃপক্ষ ‘কোড অরেঞ্জ’ ঘোষণা করেছে, যা একটি বড় দুর্ঘটনা বা বিপর্যয়ের সংকেত। তবে শনিবার রাত পর্যন্ত আহত বা নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। রোববার ভোরে পুলিশ জানায়, এ ঘটনায় নয়জন নিহত হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা উদ্ধার কাজ করছেন এবং মাটিতে পড়ে থাকা কয়েকজনকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।
ভ্যানকুভার পুলিশ বিভাগের মেজর ক্রাইম শাখা এই ঘটনার তদন্ত করছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না।
‘লাপু লাপু ডে’ একটি ফিলিপিনো উৎসব যা ১৬শ শতকের এক আদিবাসী প্রতিরোধ যোদ্ধার নামে পালিত হয়, যিনি স্প্যানিশ ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন।
কানাডার পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা জানায়, ব্রিটিশ কলাম্বিয়ায় ফিলিপিনোরা দক্ষিণ এশীয় ও চীনাদের পর তৃতীয় বৃহত্তম সম্প্রদায়, যেখানে ১ লাখ ৭৪ হাজারেরও বেশি ফিলিপিনো বাস করছেন, যা প্রদেশটির মোট জনসংখ্যার প্রায় ৩.৫ শতাংশ। -সূত্র: সিবিসি
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta