দুই উপদেষ্টার পিএসের কথা শোনালে হাসিনা ৩টি ডিগবাজি করবেন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও অবাক হয়ে তিনবার ডিগবাজি খাবেন।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী প্রশ্ন করেন, ‘প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হলেও, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কেন মামলা প্রত্যাহার করা হচ্ছে না?’
তিনি আরও বলেন, ‘ছাত্রদের কাজ শুধুমাত্র ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি গঠন করা হচ্ছে, যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। কিছু সুবিধাবাদী শ্রেণি ছাত্রদের বিপথে চালিত করছে এবং প্রলোভন দেখাচ্ছে।’
রিজভী অভিযোগ করেন, জনগণের টাকা লুট করে সেই টাকা দিয়ে আবার নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। তিনি বলেন, সমাজের বিপথগামীদের প্রভাবে বিভ্রান্ত না হয়ে অনৈতিকতা ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রদের ক্যাম্পাসে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
রিজভী আরও বলেন, ‘যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছেন এবং অদৃশ্য করার চেষ্টা করেছেন, সেটি পুনরায় প্রতিষ্ঠা করবেন ড. ইউনূস। কেন মানুষের হৃদয়কে এই দ্বিধাদ্বন্দ্বে ফেলে রাখা হচ্ছে? ডিসেম্বর না জুন—পেন্ডুলামের মতো দোলাচ্ছে কেন? এটি স্পষ্ট করুন।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta