সারাদিনের ঝগড়া কীভাবে মিটমাট করেন অভিষেক-ঐশ্বরিয়া
গত বছরই শোনা গিয়েছিল ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনের সম্পর্কের অবনতির খবর। তৃতীয় ব্যক্তির উপস্থিতি, অথবা একে অপরের সঙ্গে বনিবনা না হওয়ার বিষয়গুলো সামনে এসেছিল। তবে নিজেদের বিবাহিত জীবন নিয়ে গুজব উড়িয়ে দিয়েছেন এই তারকা দম্পতি। একসময় তারা জানিয়েছিলেন, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়।
২০০৭ সালে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। বিয়ের তিন বছর পর দম্পতির বক্তব্য ছিল, এমন কোনো দিন নেই, যেদিন তারা ঝগড়া করেন না। কিন্তু কীভাবে তারা এসব সমস্যা কাটিয়ে একসঙ্গে থাকেন? ঐশ্বরিয়া বলেছিলেন, “আমরা প্রতিদিনই ঝগড়া করি।”
অভিষেক সেসময় জানান, ঝগড়া হলেও তা কখনো বড় আকার নেয় না। তিনি বলেন, “আমাদের মধ্যে অনেক সময় মতের অমিল হয়, এটা ঠিক ঝগড়া নয়। আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্যকর আলোচনা হয়। না হলে তো সম্পর্কের মধ্যে একঘেয়েমি চলে আসত।”
অভিষেক বিশ্বাস করেন, দাম্পত্যে স্বচ্ছতা জরুরি। সৎভাবে খোলামেলা আলোচনা করলেই সম্পর্ক সুস্থ থাকে। তিনি মনে করেন, প্রত্যেক দম্পতির মধ্যেই কিছুটা আলোচনা, কিছুটা মনোমালিন্য থাকে। তবে মনোমালিন্য হলে তা মিটিয়ে নেওয়ার বিশেষ পদ্ধতি থাকতে হবে।
তিনি বলেন, রাগ বা অশান্তি নিয়ে কখনো রাতে ঘুমাতে যাওয়া উচিত নয়। বিছানায় যাওয়ার আগে সবকিছু মিটমাট করে নেওয়া উচিত। তারা এই নিয়মে বিশ্বাসী, যা তারা প্রথম দিন থেকেই মেনে চলছেন।
একটি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, ঝগড়া হলে কে আগে ক্ষমা চান? উত্তরে অভিষেক বলেন, “আমি প্রথমে ক্ষমা চাই। নারীরা সাধারণত প্রথমে ক্ষমা চান না। তবে আমাদের একটি নিয়ম আছে, মিটমাট না করে ঘুমাতে যাওয়া যাবে না। আমরা একে অপরকে ক্ষমা করে মিটিয়ে নিই, কারণ আমাদের ঘুমে কোনো সমস্যা হতে দেয় না।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta