আবার শুরু হতে যাচ্ছে ‘ঢাকা রক ফেস্ট’।
‘ঢাকা রক ফেস্ট’ প্রতিবারই তরুণদের উচ্ছ্বাসের উদযাপন। ঢাকায় আবারও ফিরে আসছে দেশীয় ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য অন্যতম বড় এই উৎসব। ২০২২ সালের পর আর কোনো আয়োজন না হলেও, এবার নতুনভাবে শুরু হতে যাচ্ছে এই রক উৎসব।
এই তথ্য নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকার-এর নির্বাহী দোজা এলান। তিনি বলেন, ঢাকা রক ফেস্ট নিয়ে শ্রোতাদের আগ্রহ বরাবরই বিশাল। ইতোমধ্যে পরবর্তী আসরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। শিগগিরই এর বিস্তারিত তথ্য জানানো হবে। পূর্বের মতো এবারও দেশের ব্যান্ডদলগুলো অংশ নেবে। আশা করছি, এবারও শ্রোতাদের জন্য সফল আয়োজন উপহার দিতে পারব।
শেষবার ঢাকা রক ফেস্ট ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর এক্সপো জোনে। দুই দিনের এই অনুষ্ঠানে ৩২টি ব্যান্ড অংশ নেয়। মঞ্চে ছিলো ওয়ারফেইজ, অর্থহীন, মেঘদল, আর্টসেল, নেমেসিস, ক্রিপটিক ফেইট ও অ্যাভয়েড রাফারের মতো জনপ্রিয় ব্যান্ডদল।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta