ইসরায়েলি অভিনেত্রী হওয়ায় নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’
হলিউডের আলোচিত সিনেমা ‘স্নো হোয়াইট’ গত ২১ মার্চ মুক্তি পেয়েছে। যদিও এটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে, লেবাননে ছবিটি মুক্তি পাচ্ছে না। কারণ, এতে অভিনয় করেছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডোট।
লেবাননের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক মার্কিন প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। গ্যাল গ্যাডোটের উপস্থিতির কারণে দেশটির চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা ছবিটি নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা ও রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, লেবাননে এমন ঘটনা নতুন নয়।
এছাড়া, শুধু গ্যাল গ্যাডোটের উপস্থিতিই নয়, ‘স্নো হোয়াইট’ নিয়ে আরও নানা বিতর্ক রয়েছে, যা কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta