ছাত্রদল নেতা ছাত্রলীগ কর্মীকে পায়ের নিচে ফেলে শহরে ঘোরালেন
নাটোর শহরের কানাইখালী এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে অটোরিকশায় তুলে শহরের বিভিন্ন জায়গায় ঘোরানোর অভিযোগ উঠেছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। একে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।
ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর (২৫) নাটোর শহরের কানাইখালী মহল্লার বাসিন্দা।
ভিডিওতে দেখা যায়, ফয়সালকে একটি অটোরিকশায় তুলে পিঠ ও কোমড়ে পা দিয়ে চাপ প্রয়োগ করে শহরজুড়ে ঘোরানো হচ্ছে।
ফয়সাল অভিযোগ করেন, “আমি ফায়ার সার্ভিস মোড় থেকে বাসায় ফিরছিলাম। হঠাৎ করে ছাত্রদল নেতা নাঈম এবং সাধারণ সম্পাদক রিমন পেছন থেকে এসে আমাকে মারধর শুরু করে। আমি বারবার জানতে চাই আমার অপরাধ কী, তারা বলে—তুই ছাত্রলীগ করিস, এটাই তোর অপরাধ।”
তিনি আরও জানান, অভিযুক্তরা নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়েরের অনুসারী।
“তারা আমাকে কিছু বুঝে ওঠার আগেই অটোরিকশায় তুলে শহরে ঘুরিয়ে নিয়ে যায়। পরে আমাকে লিখিত মুচলেকা নিয়ে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়।”
ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্রদল নেতা নাঈম ও রিমনের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, “ছাত্রদলের কিছু সদস্য এবং সাধারণ শিক্ষার্থী ফয়সালকে মারধর করছিল। আমি গিয়ে তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করি। ঘটনাটি একেবারেই অনভিপ্রেত।”
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta