কক্সবাজারে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার, হাত পা বাঁধা অবস্থায়
কক্সবাজারের চকরিয়া থেকে ১৪ দিন পর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে বস্তাবন্দি অবস্থায় এবং হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।
রবিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকার বানিয়ারছড়া থেকে পুলিশ তাকে নিরাপদভাবে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজল, তিনি খুটাখালী ইউনিয়নের হেতালিয়া গ্রামের বাসিন্দা নূর হোসেনের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ব্যবসায়ীকে উদ্ধারের জন্য পুলিশের প্রচেষ্টায় সফলতা আসে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
৬ এপ্রিল রাত ৮টার দিকে খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সিএনজি অটোরিকশায় তুলে তাকে অপহরণ করা হয়।
পুলিশ জানায়, জিয়া উদ্দিন কাজলের স্ত্রী নুসরাত জাহান ৯ এপ্রিল চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন, যেখানে চারজন পরিচিত এবং আরো চারজন অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়। আসামিরা হলেন- শিব্বির আহমদ, মো. সালাহ উদ্দিন, মো. আলী (আলী আহমদ) এবং মো. মিন্টু।
প্রকাশিত: | By Symul Kabir Pranta