পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ শুরু হয়েছে
পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি ও কুমিল্লায় তাদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু করেছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে এই সমাবেশে শিক্ষার্থীরা নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।
এ সময় ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং,’ ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’,‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ এলাকা।
এর আগে সকালে, বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন।
বেলা ১১টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি গুলি হল:
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। হাইকোর্ট কর্তৃক ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে। ২০২১ সালের রাতে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাকটরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন করতে হবে।
২. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়স সীমার নিষেধাজ্ঞা বাতিল করতে হবে। উন্নত বিশ্বের মতো চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে করতে হবে।
৩. উপসহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকার পরেও যেসব প্রতিষ্ঠান ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
৪. কারিগরি সেক্টরের পরিচালনায় সব কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ করতে হবে এবং তা আইনগতভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোর জন্য অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে।
৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম চালু করতে হবে।
এর আগে, শুক্রবার বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করলেও তারা অসন্তুষ্টি প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল রাজধানীর সাতরাস্তা সড়ক অবরোধ করে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta