জাবিতে খাদ্যদ্রব্যের দাম ও মান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, সিওয়াইবি প্রশংসিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে দীর্ঘ সময় ধরে কাজ করছে সিওয়বি (কনজ্যুমারস ইয়ুথ বাংলাদেশ), একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যের খেয়াল রেখে নিয়মিত অভিযান চালিয়ে সংগঠনটি শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে।
সাম্প্রতিক একটি অভিযানে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় 'শান্ত ভাইয়ের হোটেল' থেকে খাবারের মান ও দামের মিল না থাকার কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কিছু দোকানকে সতর্ক করে আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সিওয়াইবি জাবি শাখার সাধারণ সম্পাদক হুসনী মোবারক বলেন, “আমি এই কাজটি দায়িত্বশীলতার সাথে ও আল্লাহর সন্তুষ্টির জন্য করি। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের অভিযান চলতে থাকে। আমরা দোকানগুলো মনিটরিং করি এবং বিভিন্ন সমস্যার সমাধান চেষ্টা করি। ভবিষ্যতে আরও কার্যক্রম পরিচালিত হবে। প্রশাসন সহযোগিতা করলে আমরা অনিয়ম দূর করতে পারব ইনশাআল্লাহ।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মোতাছিম বিল্লাহ বলেন, “সুস্থভাবে পড়াশোনা করতে হলে স্বাস্থ্যকর খাবারের খুব প্রয়োজন, এবং খাবারের দামও সহনীয় হওয়া উচিত। সিওয়াইবি নিয়মিত তদারকির মাধ্যমে খাবারের মান ও দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারছে, যা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।”
প্রকাশিত: | By Symul Kabir Pranta