পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসূচির ঘোষণা
ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর সারা দেশে একযোগে ‘কাফনের কাপড়’ মাথায় বেঁধে গণমিছিলে অংশ নেবেন তারা।
‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্ট ও ভিডিওবার্তায় শিক্ষার্থীরা জানান, ১৯৮৭ সালের ঐতিহাসিক ‘কাফন আন্দোলনের’ আদলে এবারও তারা প্রতীকী কাফনের কাপড় পরে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বৈঠকে অংশ নেওয়া ১৮ সদস্যের প্রতিনিধি দলের সদস্য মাশফিক ইসলাম বলেন, “আমরা কোনো ধরনের লিখিত প্রতিশ্রুতি কিংবা নির্দিষ্ট উদ্যোগের ইঙ্গিত পাইনি। মন্ত্রণালয় কৌশলে প্রতিটি দাবির বাস্তবায়ন ঠেকিয়ে রেখেছে।”
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:—
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন কোটা বাতিল ও নিয়োগবিধির সংশোধন।
২. যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উন্নত পাঠক্রম এবং ইংরেজি মাধ্যমে পাঠদান চালু।
৩. সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়নের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৪. কারিগরি খাতে প্রশাসনিক পদে অ-কারিগরি জনবল নিয়োগ বন্ধ করা।
৫. স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় ও একটি সংস্কার কমিশন গঠন।
৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও নির্মাণাধীন কারিগরি কলেজগুলোতে শতভাগ ভর্তি নিশ্চিত।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হলে ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta