জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক, ৮ শিক্ষার্থীকে ৫০ হাজার ক্ষতিপূরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। অভিযুক্তের অভিভাবক তার পক্ষ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই ঘটনা শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে ঘটে।
অবশ্য জানা গেছে, আটক যুবকের নাম আজাদ। তিনি লালবাগ এলাকার বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এসে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকেন। তখন শিক্ষার্থীরা তাকে আটক করে। দীর্ঘদিন ধরে সাইকেল চুরির ঘটনা ঘটছে এবং সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় যে, আজাদ এই চুরির সাথে জড়িত। সিসিটিভি ফুটেজে তার শারীরিক গঠন, পরনে কাপড়, আঙটি, ঘড়ি এবং হাতের কাটা দাগ সঠিকভাবে মেলে।
ক্ষতিপূরণ পাওয়া ৮ শিক্ষার্থী হলেন - আইন বিভাগের মেহেদী, ইতিহাস বিভাগের মোমিন, ফিন্যান্স বিভাগের তাইজুল, আইন বিভাগের শান্ত, দর্শন বিভাগের হৃদয়, মার্কেটিং বিভাগের সবুজ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাদ্দাম, হিসাব বিজ্ঞানের মিলন।
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম বলেন, "আমরা তাকে প্রধান গেটের সামনে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখে আটক করি। পরে সিসিটিভি ফুটেজে চুরি হওয়া সাইকেল দেখে বুঝতে পারি, সে সাইকেল চোর।"
এ বিষয়ে অভিযুক্ত আজাদ বলেন, আমি কোনো চুরি করিনি এবং এ বিষয়ে কিছু জানি না।
অভিযুক্তের বড় ভাই আরমান জানান, আজাদ সবসময় তাদের সঙ্গে সবজির দোকানে থাকে। গতকাল বাড়িতে বলে দাওয়াতে যাবে এবং রাতে বাড়ি ফেরেনি। সে নেশা করে, সম্ভবত নেশার প্রভাবে এসব ঘটনা ঘটিয়েছে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta