শ্যামনগরে চার দিন পর জেলেদের তিনটি নৌকা বিএসএফ ফিরিয়ে দিল
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির তীব্র আপত্তির পর বিএসএফ ছিনিয়ে নেওয়া বাংলাদেশি জেলেদের তিনটি নৌকা ফিরিয়ে দিয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে সীমান্ত নদী কালিন্দির জিরো পয়েন্টে এসব নৌকা জেলেদের হাতে তুলে দেয় বিএসএফ।
এর আগে শুক্রবার ও শনিবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডারদের মধ্যে দুই দফা পতাকা বৈঠক হয়। কালিন্দি নদীর পাড়ে হওয়া বৈঠকে অংশ নেন বিজিবির কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কর, বিএসএফের শমসেরনগর ক্যাম্প কমান্ডার রাহুল বার্মা এবং রমজাননগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তিনটি নৌকার সঙ্গে সেগুলোতে থাকা জাল, দোরা, বাজারের জিনিসপত্র ও নগদ অর্থও ফেরত দিয়েছে বিএসএফ।
এই সময় উভয়পক্ষ আন্তঃসীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) বিএসএফ সদস্যরা স্পিডবোটে করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সুন্দরবনের বয়ারসিং এলাকায় মাছ ধরতে থাকা জেলেদের তিনটি নৌকা নিয়ে যায়। পরে নৌকা হারিয়ে আট জেলে বন পেরিয়ে হেঁটে টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামে ফিরে আসেন। বিষয়টি জানার পর বিজিবি আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে এ নিয়ে আপত্তি তোলে।
বিএসএফের হামলায় ক্ষতিগ্রস্ত জেলেরা হলেন— টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta