পাকিস্তান হাজারো আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে
পাকিস্তানে বৈধ কাগজপত্র না থাকা এবং অস্থায়ীভাবে থাকার অনুমতি পাওয়া আফগান নাগরিকদের নিজ দেশে পাঠাচ্ছে পাকিস্তান। বিপুল সংখ্যক আফগানকে আশ্রয় দিতে অক্ষমতার কথা জানিয়েছে দেশটি।
নিরাপত্তা উদ্বেগ এবং জনসেবায় অতিরিক্ত চাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সেই সঙ্গে, এসব আফগান নাগরিকদের ৩০ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
চলতি মাসে অন্তত ১৯ হাজার ৫০০ আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৮০ হাজারেরও বেশি আফগান পাকিস্তান ছেড়েছেন। প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ পরিবারকে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা।
তারা আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ২০ লাখ আফগানকে ফিরিয়ে দেওয়া হতে পারে। এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
শনিবার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আফগান রাজধানী কাবুলে তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন। বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই ফেরতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের তথ্য মতে, পাকিস্তানে প্রায় ৩৫ লাখ আফগান নাগরিক বসবাস করছেন, যার মধ্যে ৭ লাখ ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার সময় আশ্রয় নেন।
দীর্ঘদিন ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে পালিয়ে আসা নাগরিকদের আশ্রয় দিয়ে আসছে পাকিস্তান। তবে সম্প্রতি পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিরিক্ত শরণার্থীর কারণে নিরাপত্তা হুমকি ও জনসেবা ব্যবস্থায় চাপে পড়ছে তারা।
সীমান্ত সংঘর্ষের জন্য পাকিস্তান আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করলেও তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
তোরখাম সীমান্ত দিয়ে বহিষ্কৃত কিছু আফগান জানায়, তারা বহু বছর আগেই আফগানিস্তান ছেড়েছেন। সায়েদ রহমান নামে একজন বলেন, আমি সারা জীবন পাকিস্তানে কাটিয়েছি, এখানেই সংসার করেছি। এখন আমার ভবিষ্যৎ কী?
আরেক আফগান নাগরিক সালেহ, যিনি তিন মেয়ের পিতা, বলেন—তাদের মেয়েরা পাঞ্জাবের স্কুলে পড়তো। এখন তালেবান শাসনে মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা থাকায় তিনি আতঙ্কিত। তিনি বলেন, আমি চাই না আমার মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হোক। সবারই শিক্ষার অধিকার থাকা উচিত।
আরেকজন বলেন, আমার সন্তানরা কখনো আফগানিস্তান দেখেনি, আমিও দেশটির বর্তমান পরিস্থিতি জানি না। নতুন করে জীবিকা শুরু করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। আমরা এখন খুব অসহায় বোধ করছি।
পাকিস্তান থেকে প্রত্যাবর্তিত আফগানদের তালেবান কর্তৃপক্ষ ৪ হাজার থেকে ১০ হাজার আফগানি মুদ্রা দিচ্ছে। সূত্র: বিবিসি
প্রকাশিত: | By Symul Kabir Pranta