পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার সময়সীমা
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে তারা লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন।
রোববার ঢাকার শেরে বাংলা নগর এলাকায় ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে তারা এই ঘোষণা দেন।
এর আগে, তারা জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্ট সকলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবিতে ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশ আয়োজন করে। সেই সঙ্গে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদও জানানো হয়।
মহাসমাবেশে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা শেরে বাংলা নগর মহিলা পলিটেকনিকের সামনে জড়ো হন। তারা প্ল্যাকার্ড হাতে শ্লোগান দেন এবং ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আন্দোলন পুরোপুরি যৌক্তিক, কিন্তু তারা রাস্তায় যানজট সৃষ্টি করতে চান না। দীর্ঘ আট মাস ধরে তারা আন্দোলন করলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের দাবি পূরণ না হলে তারা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta