ভারতের ভুল তুলে ধরে সারজিস বললেন, বাংলাদেশ বিকল্প খুঁজে নেবে।
ভারত বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সারজিস আলম বলেন, যদি কোনো দেশ অযৌক্তিকভাবে বা অন্যায্যভাবে কোনো সুবিধা থেকে আমাদের বঞ্চিত করে, তবে বাংলাদেশ তার বিকল্প পথ খুঁজে নেবে।
শনিবার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় জেলা প্রশাসন ইকো পার্কে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের পর তিনি এসব কথা বলেন।
সারজিস আলম জানান, বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশ। আমরা আশা করি, কখনোই দুই দেশের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছাবে না যে একে অপরের বিপরীতে দাঁড়াবে। তবে ভারত আমাদের সাথে কিভাবে আচরণ করছে, এটি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মূল নির্ধারক হবে।
উত্তরাঞ্চলীয় সংগঠক বলেন, বর্তমান বিশ্বে সবকিছুরই বিকল্প পথ রয়েছে। বিশ্বের বড় শক্তিগুলো অনেককে চাপ প্রয়োগ করে বিভিন্ন সুযোগ বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু শেষপর্যন্ত ছোট শক্তিগুলো বিভিন্ন বিকল্প পথ অবলম্বন করে শক্তিশালী হয়ে উঠেছে। ভারতসহ পৃথিবীর কোনো দেশ যদি আমাদের ওপর বাণিজ্যিক বা অন্যান্য সুযোগের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে, তবে আমরা জানি পুরো পৃথিবী আমাদের জন্য উন্মুক্ত রয়েছে।
তিনি আরো বলেন, আমরা বিশ্বে এমন জায়গায় বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে চাই যেখানে সমতা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আমরা বিশ্বাস করি, ভারত কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি দেশ হিসেবে তার বাণিজ্যিক চুক্তি এবং সম্পর্ক বজায় রাখবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta