বসুন্ধরা সিটি শপিং মলে ৯ দিনব্যাপী বৈশাখী উৎসব
বাংলা নববর্ষের ঐতিহ্যকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নয় দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে বসুন্ধরা সিটি শপিং মল।
১৩ এপ্রিল (রবিবার) বৈশাখী মেলা ও উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ বিসিডিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)। এই সময়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।
বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির এক অসাধারণ উদযাপন। বসুন্ধরা সিটি শপিংমলের আয়োজনে এই বৈশাখী মেলা ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনকালে শেখ এহসান রেজা বলেন, পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্যের একটি আনন্দের দিন। আমরা সবাই মিলে এই উৎসব পালন করি। এই উৎসবকে আরও বিশেষ করে তুলতে বিসিডিএল এবং বসুন্ধরা শপিংমলের সঙ্গে কিছু দেশি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সহায়তায় এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হলো বসুন্ধরা সিটি শপিংমলে আসা দর্শনার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা। এবার প্রথমবারের মতো বসুন্ধরা সিটি শপিংমলে বৈশাখের ঐতিহ্য অনুযায়ী দেশি ও সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে, যা লেভেল আটের তিনটি স্টলে পাওয়া যাবে। আমি সবার প্রতি আহ্বান জানাই, আমাদের এই আনন্দে অংশ নিতে বসুন্ধরা সিটি শপিংমলে আসুন।
মেলা ও উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে দেশি ও বিদেশি শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডগুলো অংশগ্রহণ করছে। কেনাকাটা, থিম পার্কে সময় কাটানো এবং মুভি দেখার পাশাপাশি বৈশাখী উৎসবের নানা আয়োজনও চলবে। আয়োজকরা আশা করছেন, এর মাধ্যমে আধুনিকতার সাথে বাঙালি ঐতিহ্যের এক অসাধারণ মিলন ঘটবে।
মেলায় থাকবে বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, চুড়ির মেলা, ফুল, দেশি-বিদেশি ফ্যাশন ব্র্যান্ড শপ-বিটু, ইনফিনিটি মেগা মল, শিশু পরিবহন, লাইভ শপিং, ভোগ বাই প্রিন্স এবং স্পাশ। লেভেল-৮-এ চড়ুই ভাতির আড্ডা, পিঠাপুলির আসর এবং শরবতের হাঁড়ি খাবারের স্টলে পাওয়া যাবে বাংলার ঐতিহ্যবাহী খাবার যেমন পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুরি, রূপচাঁদা ফাই, বগুড়ার দই, পাটিসাপটা, নলডা, মালমোয়া, নিমকি, চিনি ও গুড়ের মুড়ালি, কদমা/তিলা, চিনির হাতি-ঘোড়া, মুড়ির মোয়া, নাড়ু, জুস, কুষ্টিয়ার কুলফি এবং ঢোল ও চুলির সঙ্গে ক্লাসিক্যাল ফ্ল্যাশ মব।
প্রকাশিত: | By Symul Kabir Pranta