পিলার রয়েছে, সেতু নেই
চট্টগ্রামের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার দক্ষিণ ঠাকুরদাস মস্তেরপাড় এলাকায় একটি সেতু নির্মাণ কাজ পাঁচ বছর আগে শুরু হয়েছিল। তবে এখন পর্যন্ত নদীর তলদেশে কেবল পিলারের সারি দাঁড়িয়ে রয়েছে। পাঁচ বছরে সেতুর কাজ মাত্র ২০ শতাংশ সম্পন্ন হয়েছে। এর ফলে সাত গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। হারাগাছ পৌরসভার প্রকৌশল দপ্তরের সূত্র মতে, এডিবির অর্থায়নে পৌরসভা উন্নয়ন তহবিলের আওতায় ২০১৮-১৯ এবং ২০২০-২১ অর্থবছরে দুটি দরপত্রের মাধ্যমে ৭৪ মিটার দীর্ঘ পাইল সেতুর কাজ শুরু হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। প্রথম দফায় কাজ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মালিকের অসুস্থতার কারণে ২০ ভাগ কাজ করে বন্ধ হয়ে যায়। পরে দ্বিতীয় দফায় আরেকটি প্রতিষ্ঠান কাজ শুরু করতে বলা হলেও তারা এখনো কাজ শুরু করেনি। প্রকল্পের জন্য কিছু অর্থ বরাদ্দ থাকলেও পুরো কাজ শেষ করতে প্রায় ১ কোটি টাকার প্রয়োজন, যা এখনও বরাদ্দ হয়নি। ফলে সেতুর কাজ বন্ধ রয়েছে।
স্থানীয়রা যেমন সাইদুল ইসলাম, সাগর মিয়া বলেন, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় তারা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। সেতু না থাকায় ধানসহ অন্যান্য পণ্য বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে না। কম দামে ফড়িয়াদের কাছে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি যাতায়াতের সমস্যা ও সেবার অভাবের কারণে এলাকার মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। হারাগাছ পৌরসভার প্রশাসক মো. লোকমান হোসেন বলেন, সেতু নির্মাণ কাজ যখন শুরু হয়েছিল, তখন পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কিছু অর্থ থাকলেও সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না পেয়ে কাজ পিলারের স্তরে আটকে যায়। তিনি বলেন, ইঞ্জিনিয়ার পাঠিয়ে পরিদর্শন করিয়েছি এবং সেতু সম্পন্ন করতে ১ কোটি টাকা খরচ হবে। এই টাকা বরাদ্দ পেলে কাজ শুরু করা যাবে।
সহকারী প্রকৌশলী (সিভিল) মো. হামিদুর রহমান জানান, সেতুর পাটাতন, ১০০ মিটার এপ্রোচ রোড এবং স্টিট লাইটসহ প্রায় ১ কোটি টাকার প্রয়োজন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta