বাংলাদেশ সকল ধর্মের মানুষের সংহতির দেশ
বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপির দৃষ্টিতে সবাই সমান, এখানে সংখ্যালঘু বলে কোনো ভেদাভেদ নেই। এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই একসাথে বসবাস করে। আমরা কাজের মাধ্যমে আপনাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে চাই। সনাতন ধর্মাবলম্বীদের পাশে অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। ধর্ম সবার ব্যক্তিগত, কিন্তু রাষ্ট্র সবার।
শনিবার বিকেলে কালাই উপজেলার কর্মকার পাড়ায় আয়োজিত কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত। এখানে হিন্দু-মুসলিম সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে। এ দেশের পূজাসহ নানা উৎসব-অনুষ্ঠানে মুসলমানরাও আনন্দের সাথে অংশ নেয়। বিভিন্ন ধর্মের মানুষের ঐক্যের মধ্য দিয়েই এই দেশের বিজয়ের ইতিহাস রচিত হয়েছে।
অনুষ্ঠানে কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta