নির্বাচনের রোডম্যাপের সমস্যার সমাধান হবে ঐক্যের মাধ্যমে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমস্যা সমাধান করা সম্ভব হবে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল জানান, আমরা আশা করি, বাংলা নববর্ষ ১৪৩২ দেশের প্রতিটি মানুষের জন্য নতুন সম্ভাবনা এবং আনন্দ বয়ে আনবে। দেশের জনগণের মন ও হৃদয় নতুন উদ্যমে উদ্ভাসিত হবে। আমরা বিশ্বাস করি, পুরনো সব বাধা এবং সমস্যার সমাধান করে নতুন উদ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সব সময় বলেছি, আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করে আমরা নতুন বাংলাদেশ গঠন করবো। এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হবো। নির্বাচন ডিসেম্বর থেকে অন্য সময় শিফট হওয়া সম্পর্কিত সমস্যারও সমাধান হবে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta