একদিনে কক্সবাজারে তিনটি প্রাণ ঝড়ে গেল
কক্সবাজারের মহেশখালী, টেকনাফ ও চকরিয়ায় আলাদা তিনটি ঘটনায় একদিনে তিনজন প্রাণ হারিয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) এসব দুঃখজনক ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।
মহেশখালীতে রাজনৈতিক বিরোধে বিএনপি নেতার মৃত্যু: সোমবার সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় রাজনৈতিক তর্কের কারণে ছাত্রলীগ কর্মীর আঘাতে আব্দুর রশিদ (৪৫) নামক এক বিএনপি নেতা নিহত হন। তিনি স্থানীয় বিএনপি ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন এবং মৃত লাল মিয়ার পুত্র।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—অমিত ইকবালের ভাই মো. কামরুল ও সহযোগী হেলাল উদ্দিন। অভিযুক্ত অমিত ইকবাল ছাত্রলীগের কালারমারছড়া ইউনিয়ন কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
টেকনাফে পাহাড়ে মিলল গলিত মরদেহ: একই দিন দুপুর ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী পাহাড়ে একটি বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, তারা পাহাড়ে মরহুম মৌলভি কেফায়েত উল্লাহর বাড়ির কাছে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ নিশ্চিত করেছে, মৃতদেহটি হ্নীলা হামজারছড়ার মৃত ছৈয়দ হোছন বৈদ্যের ছেলে মাহবুর রহমান (১৯)-এর। তিনি ১০-১২ দিন আগে একটি টমটমসহ নিখোঁজ হন, তবে এখনো টমটমটির কোনো সন্ধান মেলেনি।
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে মৃত্যু: এদিন সকালে চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর ৯ নম্বর ওয়ার্ডে বন্য হাতির আক্রমণে আব্দুল করিম (৪২) নামে একজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, তিনটি মরদেহই উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta