বর্ণিল আয়োজনের মাধ্যমে গোপালপুরে বাংলা নববর্ষ উদ্যাপন
বাঙালির দীর্ঘকালীন ঐতিহ্য ও ইতিহাসকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের গোপালপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও বাঙালির সংস্কৃতির চিত্র তুলে ধরা নানা কার্যক্রম।
সোমবার (১৪ এপ্রিল) সকালে গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তুহিন হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, পৌর বিএনপি সভাপতি মো: চান মিয়া, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষিকা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজনের শুরুতেই ছিল বর্ণাঢ্য র্যালি। এতে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, লাঙল, জোয়াল, মইসহ কৃষিজ ঐতিহ্য এবং বর-কনেসহ পালকি, ঘোড়ার গাড়ি প্রদর্শন করা হয়। এছাড়াও ছিল ধর্মীয় সম্প্রীতির প্রতীকী উপস্থাপনা। র্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হয় বাংলার লোকজ ঐতিহ্য। উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বৈশাখী গান, নাচ ও আবৃত্তি পরিবেশিত হয়।
উপজেলা বিএনপির পক্ষ থেকেও বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta