থানার সামনেই ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত
নোয়াখালী সদর উপজেলায় একটি ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার এক চালক প্রাণ হারিয়েছেন। ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালককে ধরে পুলিশে হস্তান্তর করে।
নিহতের নাম রেজাউল করিম (৪৫)। তিনি এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইল বাড়ির বাসিন্দা গোলাম হোসেনের ছেলে এবং এক সন্তানের পিতা। দুর্ঘটনাটি সোমবার (১৪ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে সুধারাম থানার সামনে ঘটে।
আটক ট্রাকচালক মো. রুবেল (৩২) ভোলা জেলার পেট মনিকা গ্রামের বাসিন্দা, রফিজুল তালুকদারের ছেলে।
রেজাউলের স্ত্রী কহিনুর বেগম জানান, বেলা পৌনে ১১টার দিকে রেজাউল যাত্রীবিহীন অবস্থায় সুধারাম থানার সামান্য সামনে সড়কের পাশে সিএনজি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন তিনি ডানদিকে ঘোরার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা সোনাপুরগ্রামী একটি ট্রাক তার সিএনজিকে ধাক্কা দেয়।
ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, থানা থেকে প্রায় ৫০ গজ দূরে সার্কেল অফিসের সামনেই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta