বিশ্বব্যাপী অশান্তির আগুনের পেছনে মূল ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত গণতন্ত্র মূলত যুক্তরাষ্ট্রের সৃষ্টি। এই দর্শনে যদি প্রকৃত শান্তি থাকতো, তাহলে পৃথিবীজুড়ে শান্তি বিরাজ করতো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, গণতন্ত্রের মোড়কে সবচেয়ে বেশি সংঘাত সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে যে সহিংসতা চলছে, তার পেছনে মূল ইন্ধনদাতা যুক্তরাষ্ট্রই।
তিনি আরও বলেন, কেউ যদি নিজের হাতে খাল কেটে কুমির ডাকে, পরে সেই কুমির যদি তাকেই আক্রমণ করে, তাহলে দায়ভার কার? আমাদের দেশে যারা শাসনে এসেছে, তারা জনগণকে বারবার প্রতারণা করেছে। ভুল সিদ্ধান্ত আর দৃষ্টিভঙ্গির কারণে আমাদেরও ঠকতে হয়েছে। তারা ক্ষমতা নিজেদের হাতে বন্দী করে রেখে দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের মাধ্যমে দেশকে বিপদের মুখে ফেলেছে, ইসলামকেও ক্ষতিগ্রস্ত করেছে। এমন অবস্থা আমরা আর চাই না।
শনিবার বিকেলে শৈলকুপা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন শৈলকুপা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ রায়হান উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শোয়াইব হোসেন, ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, সেক্রেটারি মাওলানা প্রভাষক শিহাব উদ্দিন ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাখা সভাপতি মাহবুব রহমান ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ রাসেল উদ্দিন।
চরমোনাই পীর কঠোর সতর্কবার্তায় বলেন, ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের জন্য কোনো ঠাঁই থাকবে না। নানা ছলচাতুরীর মাধ্যমে স্বার্থ ও ক্ষমতার মোহে যারা দেশকে অস্থির করতে চায়, তারা যদি না থামে, তবে আমরা তাদের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তুলবো এবং বাংলার মাটিতে তাদের উপস্থিতি চিরতরে মুছে ফেলবো।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta