২৩ এপ্রিল ভারতীয় দূতাবাসের দিকে গণমিছিল করবে খেলাফত মজলিস
ভারতের সংসদে অনুমোদিত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিল ও দেশজুড়ে চলমান মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী ২৩ এপ্রিল ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান করবে বাংলাদেশ খেলাফত মজলিস।
শনিবার পল্টনে দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাসান জুনাইদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বৈঠকে সভাপতির বক্তব্যে দলের আমির মাওলানা মামুনুল হক বলেন, ভারতজুড়ে মুসলিমদের ওপর নির্যাতন দীর্ঘদিন ধরে চলছে। বিজেপি সরকার দলীয় উগ্র হিন্দুদের দিয়ে মুসলমানদের ওপর হামলা চালাচ্ছে। তাদের সম্পত্তি দখল করে সেখানে মন্দিরসহ নানা স্থাপনা গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, এবার এই দখল ও দমন নীতিকে বৈধতা দিতে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাস করেছে ভারত। আমরা এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছি। ভারতের মুসলমানরাও এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। এটি মুসলিমদের ধর্মীয় ও আইনি অধিকারে সরাসরি হস্তক্ষেপ। মুসলিম বিশ্বকে এখনই এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, ভারত সরকার এবং তাদের কিছু গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের নিরব ভূমিকা তাদের এই অপপ্রচারে উৎসাহ দিচ্ছে। অবিলম্বে সরকারের উচিত এই বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে সরব হওয়া।
বৈঠকে গাজা নিয়ে আজকের 'মার্চ ফর গাজা' কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানান মাওলানা মামুনুল হক। তিনি সরকারকে আহ্বান জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্বমঞ্চে জোরালো অবস্থান নিতে।
তিনি বলেন, গাজায় প্রতিদিন নিরপরাধ শিশু ও নারীসহ অসংখ্য মানুষ নিহত হচ্ছে। এই গণহত্যা মানবিক সংকটে রূপ নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা এবং পশ্চিমা দেশের মদদে ইসরায়েল এই নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে।
এই প্রেক্ষিতে, তিনি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানান— তিনি যেন বাংলাদেশের পক্ষ থেকে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় ভূমিকা রাখেন এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় সহায়তা করেন।
সভাটি পরিচালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এতে অংশ নেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইনসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
প্রকাশিত: | By Symul Kabir Pranta