সর্বকালের সেরা বিদ্যুৎ ‘চোর’ সাবেক প্রতিমন্ত্রী বিপু : সিদ্দিকী নাজমুল।
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার দলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে দেওয়া ফেসবুক পোস্টে বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর হিসেবে অভিহিত করেছেন সিদ্দিকী নাজমুল।
পোস্টে সিদ্দিকী নাজমুল উল্লেখ করেন, ‘যারা লুটপাট করে দলটাকে ধ্বংস করলেন, অতিরঞ্জিত কথা বলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন। তাদের বিরুদ্ধে কিছু লিখলেই একপক্ষের ক্ষোভ সৃষ্টি হয় যে, এখন ঐক্যের সময়, এসব লেখা যাবে না। আবার ক্ষমতায় গেলে, এসব নিয়ে কথা বলা যাবে। তাদের মত হলো আমরা তাদের পক্ষ থেকে সবকিছু হালাল করব, আর তারা সুট-বুট পরে নেত্রীর চারপাশে বসে থাকবে।’
তিনি আরও লেখেন, ‘অনেকদিন ধরে চুপ ছিলাম, কিন্তু মাথায় আসে না, আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ খাতে উন্নতি করেছেন। কিন্তু এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি, এর মানে হলো বিপু এবং কিছু আমলার মিশ্রণে কৃত্রিম লোডশেডিং তৈরি হয়েছিল, এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ীদের সুযোগ করে দেয়ার জন্য সিন্ডিকেট করে কমিশন কামানো হচ্ছিল।’
‘বিদ্যুৎ চোর বিপু, বড় ব্যবসায়ী বংশের ছেলে ছিলেন, নেত্রী আশা করেছিলেন, বড়লোকের ছেলে দায়িত্বে থাকলে দুর্নীতি করবেন না। কিন্তু বিপু নেত্রীর বিশ্বাস ভেঙে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন।’
তিনি আরও লেখেন, ‘বিপু চোর। তার স্ত্রী, ভাই, সন্তানরা সবাই চোর। তাদের গত ১০ বছরের কর্মকাণ্ড দেখে মনে হয়, বিপু রাজা আর আমরা প্রজা।’
নাজমুল বলেন, ‘বিপুর সমস্ত ব্যবসা-বাণিজ্য বিএনপি জামাতের নেতারা পরিচালনা করেন। বিপু ক্ষমতা এবং টাকার জন্য নিজেদের ঈশ্বর মনে করতেন।’
তিনি পোস্টে লিখেন, ‘বিপুর পরিবার চরিত্রহীন লম্পট। তাদের পুরুষদের মতো নারীরাও পিছিয়ে নেই। এই চোরদের চুরির কারণে রাজনীতি রাজপথ থেকে এসি রুমে চলে গেছে, ফাইভ স্টারে চলে গেছে।’
ফলস্বরূপ, আমরা ধ্বংস হচ্ছি এবং মুসলমানরা যেমন ফিলিস্তিনিদের রক্ষার জন্য আবাবিল পাখির অপেক্ষায় বসে আছেন, আমরা আওয়ামিলীগের লোকজন প্রতিবেশী রাষ্ট্রের সাহায্যে আমাদের ফিরিয়ে নিয়ে আসার অপেক্ষায় আছি।’
তিনি আরও বলেন, এলাকার রাজনীতিতেও বিপু জিরো, তার জায়গায় শাহীন চেয়ারম্যান রাজনীতি করেন। শাহীন চেয়ারম্যানের মতো জনপ্রিয় কর্মীবান্ধব নেতার বিরুদ্ধে বিপু ব্যক্তিগত সহকারীকে উপজেলা সাধারণ সম্পাদক বানিয়েছেন।
ফেসবুক পোস্টে সিদ্দিকী নাজমুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিপু তার সন্তানদের বিলাসী জীবনযাপন করাচ্ছে, কিন্তু আমি এবং আপনি আমাদের সন্তানদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছি না। আমি সরকারি দলে থেকেও সমালোচনা করেছি, অন্যায় ইস্যুতে ছাড় দেয়নি এবং দিবও না।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘নেত্রী সংসদে বহুবার বলেছেন- শেখ হাসিনা ছাড়া আওয়ামিলীগের সবাইকে কেনা যায়। আমি এই কথা শতভাগ বিশ্বাস করি।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta