'পালাবো না' বলার পর কাদেরকে কলকাতার হাসপাতালে দেখা গেছে, দাবি একজন বাংলাদেশির
‘আমরা এ দেশেই জন্মেছি এবং এখানেই আমাদের শেষ নিঃশ্বাস পড়বে। জনগণ আমাদের পাশে রয়েছেন। প্রয়োজনে আমরা ফখরুল সাহেবের ঠাকুরগাঁওয়ের বাড়িতেই আশ্রয় নেব।’ — এসব বলেছিলেন আওয়ামী লীগের তিন মেয়াদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত বছরের নভেম্বর মাসে গুঞ্জন ছড়িয়েছিল, উন্নয়নের নানা বুলি আওড়ানো এই প্রভাবশালী মন্ত্রী রাতের আঁধারে গোপনে প্রতিবেশী ভারত পাড়ি জমিয়েছেন। যদিও শেষ পর্যন্ত তা শুধুই গুজব হয়ে থাকেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক এমপি ও মন্ত্রী বিদেশে অবস্থান করলেও ওবায়দুল কাদের ছিলেন নিখোঁজের তালিকায়।
তবে এবার তাকে কলকাতার রাস্তায় প্রকাশ্যে দেখা গেছে বলে দাবি উঠেছে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, তিনি নর্থ সিটি হাসপাতালের সামনে মুখ ঢেকে হেঁটে যাচ্ছেন।
ছবিটি ফেসবুকে শেয়ার করেন আব্দুর রব ভুট্টো নামের এক ব্যবহারকারী। তার পোস্টের নিচে অধিকাংশ মন্তব্যই কটাক্ষমূলক। একজন তাজিন শেখ মন্তব্য করেছেন, ‘এ ধরনের কাজের ফল অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ সবার বিচার করবেন।’
নূর মোহাম্মদ উজ্জ্বল মন্তব্য করেন, ‘দেশ এবং দলের সর্বনাশের পেছনে তার বড় ভূমিকা ছিল।’
বিল্লাল হোসেনও অনুরূপ মন্তব্য করেছেন, ‘দেশ ও দলের পতনের পেছনে তার দায় অনেক।’
সিরাজুল হক ভূঁইয়া মন্তব্য করেন, ‘আওয়ামী লীগ ধ্বংসের নায়ক কাদের। তখন তো খুব বলেছিলেন পালাবেন না, এখন কোথায়?’
তবে অনেকেই দাবি করছেন ছবিটি ফটোশপ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি। এখন পর্যন্ত ছবিটির সত্যতা নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta