‘সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন করতে হবে, তার পর জাতীয় নির্বাচন’
ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন যে, সংস্কার শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন আয়োজন করা উচিত নয়। তিনি আরও বলেছেন, সংস্কার না হলে জাতীয় নির্বাচন আয়োজন করা সঠিক হবে না।
তিনি বলেন, প্রক্রিয়াগত সংস্কার না করেই নির্বাচন আয়োজন করলে তা প্রশ্নবিদ্ধ হবে এবং সেই নির্বাচনে চাঁদাবাজরা আবারও ক্ষমতায় ফিরে আসবে। তাই, প্রথমে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে স্থানীয় নির্বাচন করতে হবে, তার পরেই জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত।
শুক্রবার সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম আরো বলেন, আমাদের আন্দোলন কখনো চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা চাই যে, চাঁদাবাজি করার লোকদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অতীতে বিএনপি সরকারসহ আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতি এবং চাঁদাবাজদের দিয়ে দেশ চলতে পারে না।
উপস্থিত ছিলেন, সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার হোসাইন, সেক্রেটারি হেলাল উদ্দিন, লক্ষ্মীপুর জেলা ইসলামি আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta