ভারতে ওবায়দুল কাদেরের মুখঢাকা ছবির বিষয়ে যা জানা গেল
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নিরাপত্তাহীনতার মধ্যে ভারতে আশ্রয় নেন। এর পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
সরকারের পতনের পর নানা অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের বহু নেতা-কর্মীকে আটক করেছে। কিছু নেতার বিরুদ্ধে তদন্ত চলছে, কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন এবং অনেকে আত্মগোপনে রয়েছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দলের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভারতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ছবিতে তাকে মুখ ঢাকা অবস্থায় একটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এই ছবির সঙ্গে একটি পোস্টে লেখা হয়, ‘পলাতক আসামী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নয়াদিল্লীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। একজন সাংবাদিক তাকে দেখে ছবি তুলতে গেলে তিনি মুখ ঢাকার চেষ্টা করেন… তাকে দেশে এনে বিচার করা উচিত।’
ছবির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করা হলে দেখা যায়, একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একই ছবি প্রচার হলেও কোথাও নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। ওবায়দুল কাদেরের অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো পোস্ট নেই।
ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না তা নির্ধারণে বিভিন্ন টুল ব্যবহার করা হয়। এর মধ্যে ইজইটএআই টুলের বিশ্লেষণে ৯৪ শতাংশ সম্ভাবনায় ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার প্রমাণ পাওয়া যায়।
এতদ্বারা বলা যায়, ভারতে ওবায়দুল কাদেরের উপস্থিতি নিয়ে যে দাবি করা হচ্ছে, তা বাস্তব নয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta