আমলারাও হিসাব করছেন
জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং কিভাবে হবে, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের কর্মকর্তারাও তাদের কাজের ধরন নিয়ে হিসাব করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী নির্বাচন ঘোষণার পর প্রশাসনের কর্মকর্তাদের আরও হিসাবি হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। তবে এখনো অনেকেই রুটিন কাজই করে চলছেন এবং কেউ একজন আরেকজনের ওপর খুব একটা নজরদারি করছেন না। ঈদের ছুটি শেষে সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে নির্বাচনের সম্ভাবনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
ঈদের ৯ দিন ছুটির পর কর্মকর্তারা কাজে যোগ দিলেও, পুরো সপ্তাহজুড়ে ঈদের আমেজ বিরাজ করছিল। আলোচনা চলছিল জাতীয় নির্বাচন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। অনেক কর্মকর্তা, যারা নিজ গ্রামে গিয়েছিলেন, সেখানে রাজনৈতিক আলোচনার বিষয়ে কথা বলেন। গ্রামের মানুষও নির্বাচনের বিষয়ে তাদের কাছ থেকে তথ্য জানতে চেয়েছেন। এছাড়া, সম্প্রতি গঠিত তরুণদের নতুন দল নিয়েও সচিবালয়ে আলোচনা হয়েছিল।
আলোচনার বিষয় ছিল ডিসেম্বর থেকে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও বলেছেন, ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হবে এবং জনগণ কতটা সংস্কার চায়, তা অনুযায়ী নির্বাচনের সময়সূচি নির্ধারণ হবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর আমলারাও নানা হিসাব নিকাশ শুরু করেছেন। গত সরকারের সময়ে যারা রাজনৈতিক হয়ে গিয়েছিলেন, তাদের পরিণতি নিয়েও আলোচনা চলছে। ১৭ ব্যাচের এক অতিরিক্ত সচিব বলেন, হিসাব করেই কাজ করতে হয়, কারণ কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তাদের বাড়াবাড়ি মনে হতে পারে।
২২ ব্যাচের এক যুগ্মসচিব বলেন, যেহেতু নির্বাচন নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে, সবাই রাজনৈতিক সরকার চায়, যাতে তারা কিছুটা সময় নিয়ে পরিকল্পনা করতে পারে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক, তবে এটি অবশ্যই নিরপেক্ষভাবে করা উচিত। কেউ যেন দলীয়ভাবে কাজ না করে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে চলতে হয়। তিনি আরও বলেন, গত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর ও ওএসডি নিয়ে আলোচনা চলছে। ডিসি হিসেবে যারা বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন, তাদেরকে এবার অবসর পাঠানো হয়েছে।
এছাড়া, নির্বাচন পরিচালনা করার জন্য এখন নিরপেক্ষ এবং সাহসী কর্মকর্তাদের খোঁজা হচ্ছে। অনেক কর্মকর্তা এখন থেকেই হিসাব করছেন, তারা নির্বাচনের সময় মাঠে থাকবেন কিনা। জেলা প্রশাসকের পদায়নের জন্য ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের ভাইভা অনুষ্ঠিত হলেও, অনেকেই অংশগ্রহণ করেননি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta