বুধবার, ২৩রা এপ্রিল ২০২৫

জন্মদিন উপলক্ষে আল্লুর নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা

জন্মদিনে আল্লুর নতুন সিনেমার ঘোষণা
জন্মদিন উপলক্ষে আল্লুর নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাড়ির সামনে আজ সকালে ভিড় বেড়ে যায়। তার জন্মদিনে প্রিয় তারকাকে একবার দেখার জন্য ছিলেন অসংখ্য ভক্ত। বিকেলে তাদের সেই অপেক্ষার অবসান ঘটান আল্লু নিজেই।

মঙ্গলবার ছিল ‘পুষ্পা’ খ্যাত অভিনেতার ৪৩তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্তদের সাথে দেখা করেন তিনি এবং একসঙ্গে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আল্লু বাড়ির বাইরে এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। সাদা টি-শার্ট, কালো ট্রাউজার এবং সানগ্লাসে তাকে বেশ দৃষ্টিনন্দন লাগছিল। ভক্তদের সঙ্গে হাত নেড়ে তিনি ভিতরে চলে যান।

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল যে, ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে নতুন সিনেমায় কাজ করবেন আল্লু। তার জন্মদিনে এই গুঞ্জনটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে দেখা যায়, আল্লু এবং অ্যাটলি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি ভিএফএক্স স্টুডিওতে প্রবেশ করছেন। সেখানে তারা হলিউডের ভিএফএক্স বিশেষজ্ঞদের সাথে সিনেমার চিত্রনাট্য নিয়ে আলোচনা করছেন। ভিডিওতে দেখা যায়, আইরনহেড স্টুডিওর আর্ট ডিরেক্টর এবং সিইও জোস ফার্নান্দেজও উপস্থিত ছিলেন, যিনি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘আইরন ম্যান ২’, এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর মতো ছবিতে ভিএফএক্স সুপারভাইজার হিসেবে কাজ করেছেন।

এদিকে, সোমবার (৭ এপ্রিল) রাতে আল্লু তার পরিবারের সঙ্গে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করেন। সামাজিক মাধ্যমে স্নেহা রেড্ডি সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘আমার জীবনের ভালোবাসাকে তার ৪৩তম জন্মদিনের শুভেচ্ছা। আগামী বছরটা খুব ভালো কাটুক। সুস্থ থাক, আনন্দে থাক।’

বিভিন্ন তারকা সামাজিক মাধ্যমে আল্লুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের মধ্যে জুনিয়র এনটিআর, রাশমিকা মান্দানা, মহেশ বাবু, রকুল প্রীত সিং সহ অনেকেই ছিলেন।

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 দিরাইয়ে যুবলীগ নেতা রায়হান আটক image

দিরাইয়ে যুবলীগ নেতা রায়হান আটক

 সুনামগঞ্জ মেডিকেল কলেজের image

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

 অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় image

অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের

 হাসিনার শাসনে আলেম-ওলামাদের image

হাসিনার শাসনে আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে: আইন

 সোনারগাঁওয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ image

সোনারগাঁওয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক ধরা

 ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী image

ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার

 সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণসহ image

সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারী গ্রেপ্তার

 ‘শব্দদূষণ প্রতিরোধে সামাজিক image

‘শব্দদূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান’

 কাতার বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য image

কাতার বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে

 মডেল মেঘনার সহকারী পুনরায় রিমান্ডে image

মডেল মেঘনার সহকারী পুনরায় রিমান্ডে

 মেহেরপুরে ভুট্টা ক্ষেতে পাওয়া গেল image

মেহেরপুরে ভুট্টা ক্ষেতে পাওয়া গেল অজ্ঞাত ব্যক্তির লাশ

 চীনের ‘ক্লিন এনার্জি’ হাইড্রোজেন image

চীনের ‘ক্লিন এনার্জি’ হাইড্রোজেন বোমা কতটা বিধ্বংসী?